Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd নভেম্বর ২০২৩

অবকাঠামো

মূল ক্যাম্পাসে পাঁচতলা বিশিষ্ট ২টি ভবন এবং দুই তলা বিশিষ্ট ২টি ভবন, এদের তিনটি প্রাতিষ্ঠানিক ভবন ও একটি প্রশাসনিক ভবন। এছাড়া ওয়ার্কশপ কক্ষ, অফিস, লাইব্রেরী, ল্যবরেটরী, একটি ৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম,হার্ডওয়্যার ল্যাব, সফটওয়্যার ল্যাব এবং ওয়াই-ফাই সহ একটি মাল্টিমিডিয়া নেটওয়ার্কিং ল্যাব।

আবাসিক স্থলে রয়েছে অধ্যক্ষ এবং টিচার্স কোয়ার্টার। প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীদের জন্য কোনো হোস্টেল ব্যবস্থা নেই। এছাড়াও রয়েছে একটি মসজিদ এবং শহীদ মিনার। প্রতিষ্ঠানটি সর্বত্র সিসিটিভি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত এবং ক্লাস ও পরিক্ষা হলেও সিসিটিভি ক্যামেরা বিদ্যমান।